বৃষ্টির কারনে আপাতত খেলা বন্ধ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে বৃষ্টির বাধা। বৃষ্টির কারনে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ফাইনাল ম্যাচটি আপাতত বন্ধ রয়েছে।
শুরুটা কিন্তু কিছুটা হতাশারই। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে টাইগাররা। কিন্তু ওপেনিং জুটিই ভাঙতে পারছেন না বাংলাদেশের বোলাররা।
ক্যারিবীয় দলের দুই ওপেনার শাই হোপ আর সুনিল এমব্রিস উইকেটে লেগে গেছেন আঠার মতো। রানও তুলছেন স্বাচ্ছন্দ্যে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২০.১ ওভারে বিনা উইকেটেই ১৩১ রান তুলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ।
হাফসেঞ্চুরি পেয়েছে দুই ওপেনারই। সুনিল এমব্রিস ৬৫ বলে ৫৯ আর শাই হোপ ৫৬ বলে ৬৮ রানে অপরাজিত আছেন।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই দলের সেরা তারকা সাকিব আল হাসান। এ নিয়ে টানা তৃতীয় ফাইনালে তাকে ছাড়াই খেলতে হচ্ছে টাইগারদের। এর আগে গত বছর ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ এবং আবুধাবিতে এশিয়া কাপের ফাইনালেও ছিলেন না সাকিব।
নতুনসময় / আইআর