ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


উইকেট শূন্য বাংলাদেশ, ক্যারিবীয়দের রানের বন্যা


১৮ মে ২০১৯ ০৩:১৭

সংগৃহীত ছবি

ক্যারিবীয় দলের দুই ওপেনার শাই হোপ আর সুনিল এমব্রিস উইকেটে লেগে গেছেন আঠার মতো। রানও তুলছেন স্বাচ্ছন্দ্যে। ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটেই ১২৫ রান। শাই হোপ ৬২(৫৫) আর এমব্রিস ৫৯(৬৫) রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেই দলের সেরা তারকা সাকিব আল হাসান। এ নিয়ে টানা তৃতীয় ফাইনালে তাকে ছাড়াই খেলতে হচ্ছে টাইগারদের। এর আগে গতবছর ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ এবং আবুধাবিতে এশিয়া কাপের ফাইনালেও ছিলেন না সাকিব।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা এবং মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, সুনিল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রস্টোন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, রেয়মন রেইফার, অ্যাশলে নার্স, শ্যানন গ্যাব্রিয়েল এবং কেমার রোচ।

নতুনসময় / আইআর