সাকিবের নতুন কীর্তি

সংযুক্ত আরব আমিরাতে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ছয় জাতির এশিয়া কাপ টুর্নামেন্ট। এই আসরের উদ্বোধনী দিনেই হাথুরুর লঙ্কার বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ।শেষ তিন আসরের এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পরার মতো। ঘরের মাঠে দুবারই বাংলাদেশ খেলেছিল ফাইনাল। শিরোপার স্বাদ মিলেনি এখনো।
এশিয়া কাপের মতো বড় আসরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ স্ট্রাইক রেটের দিক থেকে চার নম্বরে অবস্থান করছেন। এখন পর্যন্ত মোট ৯ টি ম্যাচ খেলে ৩৫৩ রান সংগ্রহ করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। যেখানে তাঁর স্ট্রাইক রেট ১১০.৩১।
আর এর মাধ্যমে সাকিব এগিয়ে আছেন শ্রীলঙ্কার মাতারা হারিকেন খ্যাত ব্যাটসম্যান কিংবদন্তী সানাথ জয়সুরিয়ার থেকেও। ২৫ ম্যাচে ১০২.৫২ স্ট্রাইক রেটে ১২২০ রান সংগ্রহ করেছিলেন জয়সুরিয়া।
অবশ্য শুধু জয়সুরিয়াই নয়, সাকিব আল হাসান ওপরে আছেন ভারতের রান মেশিন খ্যাত ভিরাট কোহলি এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্রা সিং ধোনির থেকেও। ১১টি এশিয়া কাপের ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত কোহলির স্ট্রাইক রেট ৯৭.১৪ এবং রান করেছেন ৬১৩। আর কোহলির থেকে এক ম্যাচ কম খেলে ধোনির ৯২.৮৪ স্ট্রাইক রেটে সংগ্রহ ৫৭১ রান।
এদিকে এশিয়া কাপের স্ট্রাইক রেটের দিক থেকে সাকিবের ওপরে আছেন শুধু মাত্র ভারতের বীরেন্দ্র শেওয়াগ, সুরেশ রায়না এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ১৩টি ম্যাচে ১১৩.৮৭ স্ট্রাইক রেটে ৫০৯ রান সংগ্রহ করেছিলেন শেওয়াগ।
অপরদিকে ১১৩.৯৫ স্ট্রাইক রেটে ১৩ ম্যাচ খেলে ৫৪৭ রান রায়নার। সাবেক পাক দলপতি আফ্রিদি ১৪০.৭৪ স্ট্রাইক রেটে ৫৩২ রান নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন।
এক নজরে এশিয়া কাপের সর্বোচ্চ স্ট্রাইক রেটের ব্যাটসম্যানের তালিকা
নাম দেশ স্ট্রাইক রেট ম্যাচ সংখ্যা
শহীদ আফ্রিদি পাকিস্তান ১৪০.৭৪ ২৩
সুরেশ রায়না পাকিস্তান ১১৩.৯৫ ১৩
বীরেন্দ্র শেওয়াগ ভারত ১১৩.৮৭ ১৩
সাকিব আল হাসান বাংলাদেশ ১১০.৩১ ৯
সানাথ জয়সুরিয়া শ্রীলঙ্কা ১০২.৫২ ২৫
ইউনুস খান পাকিস্তান ১০০.৫৫ ১৪
উমর আকমল পাকিস্তান ৯৯.৪১ ১২
নাসির জামসেদ পাকিস্তান ৯৯.৩৩ ৬
ভিরাট কোহলি ভারত ৯৭.১৪ ১১
শোয়েব মালিক পাকিস্তান ৯৫.০৪ ১২
এসএ