বিপিএলের সপ্তম আসর শুরুর তারিখ ঘোষণা

চলতি বছরই ফের মাঠে গড়াবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমকালো আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরে উদ্বোধনী অনুষ্ঠান হবে ৪ ডিসেম্বর। আর প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৬ ডিসেম্বর।
চলতি বছরের শুরুতেই আয়োজন করা হয়েছিলো বিপিএল টি-টোয়েন্টি। গত বছরের শেষের দিকে আয়োজনের কথা থাকলেও জাতীয় নির্বাচনের কারণে টুর্নামেন্টটি পিছিয়ে আনা হয় গত জানুয়ারিতে। বিপিএলের ষষ্ঠ আসর সফলভাবেই আয়োজন করতে সক্ষম হয়েছে বিসিবি। তবে সপ্তম আসরের জন্য বেশিদিন অপেক্ষা করতে হবে না দর্শকদের।
২০১৯ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বিপিএলে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। ফাইনালে নায়ক ছিলেন তামিম। ৬১ বলে ১৪১ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে শিরোপা জেতান তিনি। পরবর্তী আসরে নতুন ঠিকানায় আসন গাড়ছেন তিনি। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে খুলনার হয়ে খেলবেন দেশসেরা ওপেনার।
বিপিএলের ছয় আসর শেষে সর্বোচ্চ রানের মালিক তামিম। ৫৭ ইনিংসে ১২৩.৮১ স্ট্রাইক রেটে ১ হাজার ৮২৫ রান করেছেন তিনি। নামের পাশে আছে ১৬টি অর্ধশতক ও ১টি শতক। একমাত্র সেঞ্চুরিটি করেন ষষ্ঠ আসরের ফাইনালের মঞ্চে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে।
বাঁহাতি ওপেনার এখন পর্যন্ত চিটাগাং কিংস, চিটাগাং ভাইকিংস, দুরন্ত রাজশাহী ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছেন। একমাত্র ভিক্টোরিয়ানসের হয়েই ট্রফি জিতেছেন তিনি। অন্যদিকে বিপিএলের কোনো আসরেই এখনও শিরোপার দেখা পায়নি খুলনা।
নতুনসময়/আইকে