জ্যাক এন্টারপ্রাইজ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

মোহাম্মদপুর বছিলাতে জ্যাক এন্টারপ্রাইজ এর সৌজন্যে, বছিলা স্পার্ক ক্লাব ২য় ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় স্পার্ক ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রাব্বি স্পোর্টিং ক্লাব। এ দিকে স্পার্ক স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জাকির হোসেন টসে জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট মোঃজিসান এবং ম্যান অফ দ্যা সিরিজ মোহাম্মদ রাব্বি।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ এম.এস. আহমদ আলী এবং সভাপতিত্ব করেন মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথী হিসাবে ছিলেন, আলহাজ্ব মোঃ শাহজান মিয়া, হাজী মোঃ কাওসার, মোঃ আলী(মিনা), মোহাম্মদ আলী, ইয়াকুব হসেন, আনসার হোসে, হেলাল হোসেন, বেলাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, মোঃ সালেক কং, ওসমান গনী প্রমুখ।
মোঃ জাকির হোসেন বলেন, বর্তমান তরুন ও যুবকরা মাদকাসক্তের দিকে ধাবিত হচ্ছে তাদের যদি খেলাধুলার ব্যাবস্থ করা হয় এবং সমাজের বৃত্তবানরা তাদের পাশে থেকে বিভিন্ন খেলাধুলার টুর্নামেন্ট আয়োজন করেন তাহলে তরুন ও যুবকেরা মাদকাসক্ত ও নেশা থেকে বিরত থাকবে। আজকের তরুন আগামীদিনের ভবিষ্যৎ।
নতুনসময় / আইআর