ঢাকা বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৪ঠা বৈশাখ ১৪৩২


ছিটকে গেল চান্ডিমাল


১২ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০০

সংযুক্ত আরব আমিরাতে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ছয় জাতির এশিয়া কাপ টুর্নামেন্ট। এই আসরের উদ্বোধনী দিনেই হাথুরুর লঙ্কার বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ।

বাংলাদেশের জন্য সুসংবাদ হলেও লঙ্কানদের জন্য দুঃসংবাদ হয়ে দারিয়েছে দিনেশ চান্ডিমাল। কারণটা অবশ্য ইনজুরি। চান্ডিমালে আঙুলের চোট পুরোপুরি সেরে না উঠায় এশিয়া কাপ মিশন থেকে পুরোপুরি ছিটকে পড়ন তিনি। তার যায়গায় ১৬ সদস্যের তালিকায় ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা।

ঘরোয়া টি-টোয়েন্টি লীগে খেলার সময় আঙুলের ইনজুরিতে পড়েছিলেন চান্ডিমাল। তবে দলের অন্যতম সেরা এই তারকাকে ছাড়া এশিয়া কাপের মতো আসরে যেতে চায়নি শ্রীলঙ্কা। তাকে নিয়েই দল ঘোষণা করেছিল। কিন্তু গতকাল লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) জানায়, ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের চোট থেকে সেরে উঠতে আরও সময় লাগবে।

এসএ