ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


ভিসা পেয়েছে তামিম, ঢাকা ছেড়েছেন রুবেল


১২ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৩৫

অবশেষে এশিয়া কাপ খেলতে দুবাইর ভিসা পেয়েছেন তামিম ইকবাল। আজ রাত ১টায় ঢাকা ছাড়ছেন এই ড্যসিং ওপেনার। গত ৯ সেপ্টেম্বর টাইগাররা দেশ ছাড়লেও ভিসা জটিলতায় পড়েন দুই ক্রিকেটার ও ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তবে সন্ধ্যা সাড়ে ৭ টায় দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রুবেল হোসেন। আর ভিসা পেতে দেরী হলেও অবশেষে আজ রাতেই যাচ্ছেন তামিম ইকবালও।

ঢাকা ছাড়ার আগে রুবেল তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ অবশেষে রওনা করলাম প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন... আগামী ১৫ই সেপ্টেম্বর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

এদিকে, দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উঠেছে টাইগাররা। সোমবার সকালে দলের সঙ্গে যোগ দেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আমেরিকায় ছুটি শেষ করে স্কোয়াডে যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

এসএ