ইমরান খান আমাকে ফোন করেননি: পাকিস্তানের কোচ

সাফ চ্যাম্পিয়নশিপ বা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কাপ ১৯৯৩ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশনের সদস্য আটটি দল অংশগ্রহণ করে থাকে। তারই ধারাবাহিকতায় সাফের দ্বাদশ আসরের পর্দা উঠে গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশে যার পর্দা নামবে আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে। এবারের আসরে সেমিফাইনে উঠেছে ভারত,পাকিস্থান, নেপাল ও মালদ্বীপ।
এদিকে টানা তিন বছর নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে পাকিস্তান। আর নিষেধাজ্ঞা থেকে ফিরেই বাজিমাত। ১৩ বছর পর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে তারা। এখন তাদের সামনে প্রথমবারের মতো ফাইনালে ওঠার হাতছানি। যেখানে তাদের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বি ভারত।
আগামীকাল বুধবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাফের দ্বাদশ আসরের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
এই ম্যাচকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তানের ব্রাজিলিয়ান কোচ হোসে নগুয়েইরা।
সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, ১৩ বছর পর পাকিস্তান সাফের সেমিফাইনালে উঠেছেন। আপনাদের সামনে প্রথমবারের মতো ফাইনাল খেলার হাতছানি। এমন স্মরণীয় মুহূর্তকে সামনে রেখে পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান কোচ কিংবা অধিনায়ককে ফোন করেছিলেন কিনা?
পাকিস্তানের কোচ হোসে নগুয়েইরা বলেন, না, ইমরান খান আমাকে কিংবা দলের কাউকে ফোন করেননি। আমাদের উপর কোনো চাপ নেই। পাকিস্তান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গেও আমার কথা হয়েছে। তিনিও কোনো কিছু চাপিয়ে দেননি আমাদের উপর। আমরা ভারতের বিপক্ষে স্বাভাবিক খেলাটা খেলব। ছেলেরা কালকের সেমিফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত।
উল্লেখ্য, পাকিস্তান সবশেষ ২০০৫ সালে ঘরের মাঠে সাফের সেমিফাইনালে উঠেছিল। কিন্তু বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে হেরে তাদের ফাইনালে যাওয়া হয়নি। এবারও তারা বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরেছে। তবে দুর্ভাগ্যের কারণে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারেনি। গ্রুপ রানার্স আপ হয়ে পাকিস্তান ১৩ বছর পর শেষ চারে নাম লিখিয়েছে।
একেএ