ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


কেমন হবে উইকেট, কতটুকু প্রস্তুত টাইগাররা?


১২ সেপ্টেম্বর ২০১৮ ০০:০১

এশিয়ার বিশ্বকাপখ্যাত এশিয়া কাপ মাঠে গড়াতে বাকি আর দু’দিন। ১৪ তম এ আসর বসার কথা ছিল ক্রিকেট পরাশক্তির দেশ ভারতে। কিন্তু নানা সমীকরণে তা ভারত থেকে চলে আসে সংযুক্ত আরব আমিরাতে। যদিও ভারত নিজেদের কর্তৃত্ব ধরে রেখেছে। আয়োজক হিসেবে থাকছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

এশিয়া কাপের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে মরুভূমির দেশের দু’টি ভেন্যু আবুধাবি ও দুবাইয়ে। এখানে বাংলাদেশ প্রধান প্রতিপক্ষ হবে আবহাওয়া ও উইকেট। আরব আমিরাতের আববহাওয়া মোকাবেলা করা বড় চ্যালেঞ্জিং হবে প্রতিটি দলের জন্য। এখানকার গরমের খবর পুরো বিশ্ববাসী জানে। বর্তমানে এখানকার সর্বোচ্চ তাপমাত্র ৪০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত অনুভব করা যাচ্ছে।

এই গরম আবহাওয়াতে বোলারদের দিতে হবে শারীরিক শক্তি, ধৈর্য্য ও সহনশীলতার পরীক্ষা। অল্প দৌড়ালেই এখানে দম ফুরিয়ে যায়। সেই সাথে গরমকে উপেক্ষা করার কৌশল কাজে লাগাতে না পারলে বেশ মুশকিলে পড়তে হবে বোলারদের। গত কয়েক বছর এই মাঠগুলোকে ব্যাবহার করছে আফগানিস্তান ও পাকিস্তানের মত টেস্ট দলগুলো। এখানে বসেছে পিএসএলের মত বড়বড় লীগগুলো। ক্রিকেটে ভক্তদের এখন প্রশ্ন কেমন হবে এবারের এশিয়া কাপের উইকেট? তাদের জানান আগ্রহে বলা যায়, আরব আমিরাতের উইকেটগুলো সাধারণত ফ্ল্যাট এবং স্লো হয়ে থাকে। যার ফলে এখানে রান তোলা বেশ কষ্টকর হবে। আবুধাবি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডেতে উইকেট প্রতি গড় রান ২৮.৫৯। যেখানে আবুধাবির আরেক ভেন্যু শেখ জায়েদ স্টেডিয়ামে উইকেট প্রতি গড় রান ২৯.২৬।

কিন্তু বিশ্বের অন্য ভেন্যুগুলোতে দেখা যায় অন্য চিত্র। রোজ বোলে উইকেট প্রতি রানের গড় ৩৫.১৩, ট্রেন্ট বিজে ৩৩.২৭, লর্ডসে ৩২.০৪, সিডন পার্কে ৩৪.৬০, স্যাক্সটন ওভালে ৩৯.৪৩, এম চিন্নাগোস্বামীতে ৩৪.৯৯ এবং এমসিএ স্টেডিয়ামে ৩৭.৮৭। ব্যাটসম্যানদের রান তুলতে যেমন কষ্ট হবে তেমনি বোলারেরা এই উইকেটে খুব বেশি সুবিধা তুলে নিতে পারবে না।

দুবাইয়ের আবহাওয়া মানিয়ে নিতে অনুশীলনে নিজেদের ঘাম ঝরাছে বাংলাদেশে ক্রিকেটারেরা। দেশের মাটিতে অনুশীলনে না আসায় বেশ সমালোচনার মুখে পড়েছিল সাকিব আল হাসান। সেই সাকিবও যোগ দিয়েছে দলের অনুশীলনে।

ভিসা জটিলতায় দলের সাথে যেতে পারেনি তামিম ইকবাল ও রুবেল হোসেন। যদিও বিসিবির সূত্র থেকে জানা গেছে, খুব দ্রুত তারা দলের সাথে যুক্ত হবে।

১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে এশিয়া কাপের শিরোপাযুদ্ধ শুরু হবে। ছয় দলের টুর্নামেন্টের পর্দা নামবে ২৮ সেপ্টেম্বর। বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও হংকং।

মরুভূমির দেশের এই কঠিন পরিস্থিতিতে এশিয়া কাপের জন্য কতটুকু প্রস্তুত বাংলাদেশ তার প্রমাণ পাওয়া যাবে প্রথম ম্যাচেই। শেষ তিন বারের দু’বার শিরোপা হাতের মুঠো থেকে বেরিয়ে গেছে বাংলাদেশে। কোটি ক্রিকেটপ্রেমী ভক্তরা যখন এবার এশিয়া কাপ উদ্ধারে বাংলাদেশকে শিরোপা প্রত্যাশী মনে করছে, তখন বাস্তবতার কঠিন সমীকরণ ও তাদের মাথায় রাখতে হবে।

তবে ভক্তদের জন্য এতটুকু আশার কথা, এশিয়ার অন্য দলগুলোকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। অন্যদেশ পারলে বাংলাদেশ কেন পারবে না। ইঞ্জুরিকে পাত্তা না দিয়েই নিজেদের সেরা একাদশ নিয়েই প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে।

এশিয়া কাপে বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি ও লিটন কুমার দাস।

এমএ