এপিএলে কোন খেলোয়ার কোন দলে

প্রথমবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড শুরু করতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)। প্রথম আসরের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। ৫ অক্টোবর পর্দা উঠবে এপিএলের, নামবে ২৩ অক্টোবরের ফাইনালের মধ্যে দিয়ে।
এ টুর্নামেন্টে পাঁচটি ফ্রাঞ্চাইজি থাকবে কাবুল, নানগারহার, কান্দাহার, বালখ ও পাকটিয়ার। সোমবার হাবতুরের হিলটন হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল এপিএলের খেলোয়াড় ড্রাফট।
এবার এক নজরে দেখে নেয়া যাক কোন খেলোয়ার কোন দলে থাকবেন:
কাবুল স্কোয়াডে থাকবেন রশিদ খান (আইকন), লুক রনকি, হজরত জাজাই, কলিন ইনগ্রাম, ফরিদ মালিক, জাভেদ আহমাদি, সোহেল তানভির, লরি ইভান্স, ওয়েইন পার্নেল, শহিদুল্লাহ, মুসলিম মুসা, আফসার খান জাজাই, মুহাম্মদ আহসান আলি খান, জহির শিরজাদ, ফিতরাত খাওরি, উসমান আদিল, শওকত জামান, নাসির তোতাখিল এবং জামির খান।
নানগারহার স্কোয়াডে থাকবেন আন্দ্রে রাসেল (আইকন), তামিম ইকবাল, মুজিব-উর রহমান (মুজিব জাদরান), বেন কাটিং, শফিকুল্লাহ শফিক, নজিবুল্লাহ তারাকি, মিচেল ম্যাকক্লেনঘান, মুশফিকুর রহীম, মোহাম্মদ হাফিজ, রহমত শাহ, নাভিন-উল হক, জহির খান, সন্দীপ লামিচানে, ফজল হক, ইমরান জানাত, নসরতুল্লাহ কোরাইশি, খাইবার ওমর, ইব্রাহিম জাদরান, ফল নাজাই।
কান্দাহার স্কোয়াডে থাকবেন ব্রেন্ডন ম্যাককালাম (আইকন), ওয়াহাব রিয়াজ, আসগর আফগান, পল স্টার্লিং, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, টাইমাল মিলস, স্যাম বিলিংস, ইফতিখার আহমেদ, হামজা হোতাক, করিম সাদিক, সাইয়েদ শিরজাদ, মোহাম্মদ নাভিদ, ওয়াকার, আবদুল বাকি, ওয়াহিদ শাফাক, ওয়াকারুল্লাহ ইসহাক এবং নাজির জামাল।
বলখ স্কোয়াডে থাকবেন ক্রিস গেইল (আইকন), কলিন মুনরো, মোহাম্মদ নবি, রবি বোপারা, আফতাব আলম, গুলবাদিন নাইব, মোহাম্মদ ইরফান, বেন লাফলিন, কামরান আকমল, কাইস আহমেদ, উসমান গনি, ইকরাইন আলিখিল, রায়ান টেন ডেসকাট, তারিক স্কানিকাই, আসাদুল্লাহ মাতানি, সামিউল্লাহ সালারজাই, ফারহান জাখিল, মোহাম্মদ নওয়াজ, দরবিশ রাসুলি।
পাকতিয়া স্কোয়াডে থাকবেন শহিদ আফ্রিদি (আইকন), থিসারা পেরেরা, মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, শরফুদ্দিন আশরাফ, সামিউল্লাহ সেনওয়ারি, ক্রিস জর্ডান, ফাহিম আশরাফ, লুক রাইট, আমাতুল্লাহ ওমরজাই, রহমানুল্লাহ গারবাজ, জিয়া উরহামান আকবর, কলাম ম্যাকলেয়ড, তাহির আদিল, ইউসুফ জাজাই, ফজল জাজাই।
একেএ