ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


আমাদের মাফ চাওয়া উচিত: জিদান


১ মে ২০১৯ ২০:২৯

সংগৃহীত ছবি

বিপর্যয় অব্যাহত রিয়াল মাদ্রিদ শিবিরে। এবার লা লিগায় অবনমন নিশ্চিত করে ফেলা রাজো ভায়েকানোও হারিয়ে দিল জিনেদিন জিদানের দলকে।

রবিবার রাতে ঘরের মাঠে ২১ মিনিটে গোল করে ভায়েকানোকে এগিয়ে দেন আদ্রি এমবারবা। সেই ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াল।ম্যাচের পরে সমর্থকদের কাছে ক্ষমাও চাইলেন রিয়াল ম্যানেজার!।

লা লিগা টেবলে এই মুহূর্তে ১৯ নম্বরে ভায়েকানো। অবনমন বাঁচাতে ব্যর্থ একটা দলের বিরুদ্ধে হার একেবারেই মেনে নিতে পারছেন না জিদান। ম্যাচের পরে ক্ষুব্ধ রিয়াল ম্যানেজার বলেছেন,‘এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিছুই করতে পারিনি। সব বিভাগেই চূড়ান্ত ব্যর্থ।’

প্রকাশ্যে জিদান কখনও ফুটবলারদের সমালোচনা করেন না। কিন্তু ভায়েকানোর বিরুদ্ধে হারের পরে আর নিজেকে সামলাতে পারেননি তিনি। বলেছেন, ‘আমি সব সময় ফুটবলারদের আড়াল করার চেষ্টা করি। কিন্তু এ বার তা সম্ভব নয়। আমি প্রচণ্ড ক্ষুব্ধ এই পারফরম্যান্স। এর জন্য আমাদের সকলের ক্ষমা চাওয়া উচিত।’ জিদান যোগ করেন,‘তবে ব্যর্থতার দায় আমিও এড়াতে পারি না।’
রিয়ালে গ্যারেথ বেলের ভবিষ্যৎ যে অনিশ্চিত তা অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে রবিবার রাতে হারের পরে। সাংবাদিক বৈঠকে জিদানের কাছে জানতে চাওয়া হয়েছিল, বেলের কি ফোকাস নষ্ট হয়ে গিয়েছে? জিদানের জবাব, বেলকেই জিজ্ঞেস করুন।

(নতুনসময়-আল-এম)