বড় শাস্তি পেতে পারেন নেইমার!

ফরাসি কাপের ফাইনালে হারের পর এক সমর্থককে ঘুষি মেরে বড় শাস্তির মুখে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ক’দিন আগেই চ্যাম্পিয়ন্স লীগের রেফারি সিদ্ধান্ত নিয়ে বাঁজে মন্তব্য করে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন নেইমার। রোববার ফরাসি কাপের ফাইনালে রেনের বিপক্ষে হারে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
হারের পর পুরস্কার বিতরণে সময় গ্যালারির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পিএসজির ফুটবলাররা। গ্যালারিতে থাকা দর্শক তাদের ছবি তুলছিলেন। এমন সময় মেজাজ হারিয়ে এক সমর্থকের মোবাইল ছিনিয়ে নেন এবং ঘুষি দিয়ে বসেন নেইমার। পরে ইউরোপের সংবাদমাধ্যম জানায়, ওই লোক রেনের সমর্থক ছিল।
নেইমার পাশ দিয়ে যাওয়ার সময় সেই সমর্থক তাকে উদ্দেশ্য করে বলেন, ‘ফুটবলটা কীভাবে খেলতে হয় তা শেখো।’ পরে নেইমার চোটে গিয়ে ওই সমর্থকের মুখে ঘুষি দিয়ে বসেন।
নেইমারের এমন আচরণে বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন। সংবাদমাধ্যম জানিয়েছে, দোষ প্রমাণিত হলে সর্বনিম্ন শাস্তি তিন ম্যাচ এবং সর্বোচ্চ শাস্তি আট ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন নেইমার। এমনটা হলে আগামী ১১ই মে অ্যাঞ্জার্সের বিপক্ষের ম্যাচ থেকে এই শাস্তি কার্যকর হবে। বিষয়টি তদন্ত করতে মাঠে নেমেছেন ফরাসি ফুটবল কমিশন।
নতুনসময়/আইকে