ঢাকা বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৪ঠা বৈশাখ ১৪৩২


এপিএল মাতাবেন তামিম-মুশফিক, আশরাফুলসহ বঞ্চিত ১২


১১ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৮

মুশফিক ও তামিম। ফাইল ফটো

প্রথমবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড শুরু করতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)। প্রথম আসরের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। ৫ অক্টোবর পর্দা উঠবে এপিএলের, নামবে ২৩ অক্টোবরের ফাইনালের মধ্যে দিয়ে।

এ টুনার্মনটের পাঁচটি ফ্রাঞ্চাইজি_ কাবুল, নানগারহার, কান্দাহার, বালখ ও পাকটিয়ার। সোমবার হাবতুরের হিলটন হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল এপিএলের খেলোয়াড় ড্রাফট।

খেলোয়াড় ড্রাফট থেকে বাংলাদেশের দুই তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে নানগারহার। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তামিমের পারিশ্রমিক ৭৫ হাজার ডলার। সিলভার ক্যাটাগরিতে থাকা মুশফিকের পারিশ্রমিক ৩০ হাজার ডলার।

এছাড়া টি-টোয়েন্টির সেরা তারকা ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, আন্দ্রে রাসেল ও শহীদ আফ্রিদিকে খেলোয়াড় ড্রাফটের মাধ্যমে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিরা। পাঁচটি ফ্রাঞ্চাইজি সর্বনিম্ন ১৭ খেলোয়াড় ও সর্বোচ্চ ২০ খেলোয়াড় দলভুক্ত করেছে।

তামিম-মুশফিক ছাড়াও ড্রাফটে বিভিন্ন শ্রেণিতে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে ছিলেন_ সাব্বির রহমান, মোহাম্মদ আশরাফুল, এনামুল হক বিজয়, শাহরিয়ার নাফীস, ইমরুল কায়েস, লিটন দাস, আবুল হাসান, সাইফউদ্দিন, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ, আবদুর রাজ্জাক ও সানজামুল ইসলাম। তারা কেউই দল পাননি।

এদিকে সাকিব আল হাসান নিজ থেকে এপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।