ঢাকা বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৪ঠা বৈশাখ ১৪৩২


চতুর্থ বিকেএসপি কাপ সাঁতার প্রতিযোগিতায় ১৪ টি পদক লাভ


১১ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪৯

ঝিনাইদহের ভুটিয়ারগাতি পুর্বাঞ্চল সুইমিং কাবের সাঁতারুরা ঢাকায় অনুষ্ঠিত চতুর্থ বিকেএসপি কাপ সাঁতার প্রতিযোগিতায় ১৪ টি পদক লাভ করেছে। ৪৬ টি ইভেন্টের মধ্যে ১৪ টি ইভেন্টে পুর্বাঞ্চল সুইমিং কাবের সাঁতারুরা পদক লাভ করে। এর মধ্যে ৮ টি রৌপ্য ও ৬ টি ব্রোঞ্জ পদক রয়েছে।

সাতার প্রতিযোগিতা (৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয় তারপর চলে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এতে দেশের বিভিন্ন জেলার ১’শ ৬৪ জন সাতারু অংশগ্রহণ করে।

পুর্বাঞ্চল সুইমিং কাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, ৩ দিন ব্যাপী সাতার প্রতিযোগিতায় ৮ থেকে ১৩ বছর বয়সী ২৮ জন অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে সাতারু রাদিয়া খাতুন ৪ ব্রোঞ্জ, ২ টি রৌপ্য, বৈশাখী খাতুন ১টি ব্রোঞ্জ, আফিয়া খাতুন ২ টি রৌপ্য, মমিনুল ইসলাম ২ টি রৌপ্য, ১ টি ব্রোঞ্জ ও রিয়াদ ২ টি রৌপ্য জয়লাভ করে। প্রতিযোগিতা শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেন বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আনিছুর রহমান।

আরআইএস