'আমি নেইমারের খবর কেন রাখবো'

শনিবার ম্যাচ আছে পিএসজির। দুদিন পর ফরাসি কাপের ফাইনালেও খেলবে দলটি। এত ব্যস্ত সূচির মধ্যে খবর, আচমকা প্যারিস থেকে ইতালির তুরিনে গেছেন নেইমার। যা নিয়ে ক্লাব কর্মকর্তাদের অনেক অখুশি বলেও খবর। দলের কোচ টমাস টুখেল বলছেন, এই ব্যাপারে তিনি কিছুই জানেন না।
ইতালিয়ান মিডিয়ায় খবর, হঠাৎ করেই জাতীয় দলের সতীর্থ ও জুভেন্টাস তারকা ডগলাস কস্তার সঙ্গে দেখা করতে তুরিনে যান নেইমার।
তিন মাসেরও বেশি সময় পর মাঠে ফিরেছেন তাও এক সপ্তাহ কাটেনি। লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে শিরোপা নিশ্চিত হওয়া ম্যাচে খেলেছেন নেইমার। এর মধ্যেই আবার তার আকস্মিক সফরের খবর। তবে ম্যাচের বাইরে নেইমারের দায়-দায়িত্বের ব্যাপারে কিছু জানেন না বলে দাবি টুখেলের।
পিএসজি বস বলেছেন, ‘আমি এ বিষয়ে (ইতালি সফর) কিছু জানি না। আমি তার বাবা নই, পুলিশ বা গোয়েন্দাও নই যে নেইমারের সব খবর রাখব। আমি দলের হেড কোচ, গতকাল তিনি অনুশীলনে ছিলেন, আজও আমাদের সঙ্গে আছেন, ব্যাস এটুকুই।’
মোনাকোকে ৩-১ গোলে হারিয়ে দুদিন আগেই লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করে পিএসজি। কাইলিয়ান এমবাপে ও এডিনসন কাভানির সঙ্গে আক্রমণে তৃতীয় অস্ত্র যোগ হওয়ায় খুশি কোচ। ওই ম্যাচে হ্যাটট্রিক করেন এমবাপে।