দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

এশিয়া কাপের শেষ তিন আসরে টাইগারদের পারফরম্যান্স ছিল চোখে পরার মতো। ঘরের মাঠে দুবারই বাংলাদেশ খেলেছিল ফাইনাল পর্যন্ত। কিন্তু শিরোপার স্বাদ মিলেনি এখনো। এবার কি পারবে টাইগার শিবির?
১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে এশিয়া কাপের শিরোপা-যুদ্ধ শুরু হবে। ছয় দলের টুর্নামেন্টের পর্দা নামবে ২৮ সেপ্টেম্বর। সেই লক্ষ্যে আরব আমিরাতে উদ্দেশ্যে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে গত রোববার দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুবাই পৌঁছে সময় নষ্ট করেনি টাইগাররা। সোমবার মাঠে নেমে পড়েন ক্রিকেটাররা।
দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উঠেছে টাইগাররা। সোমবার সকালে দলের সঙ্গে যোগ দেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আমেরিকায় ছুটি শেষ করে স্কোয়াডে যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
দুবাইয়ে প্রচণ্ড গরম। কন্ডিশন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে দেশ ছাড়ার আগে জানিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সোমবার অনুশীলন করেছে পুরো দল। আইসিসি একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করেছেন মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহরা। স্কিল অনুশীলন শুরুর আগে সাকিব ফিটনেস ট্রেনিং করবেন। আজ থেকেই তার মাঠে নেমে পড়ার কথা।
কিন্তু জাতীয় দলের সাথে এশিয়া কাপ খেলতে যেতে পারেনি দুই অভিজ্ঞ ক্রিকেটার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ও পেসার রুবেল হোসেন। ভিসা জনিত জটিলতার কারণে এখনও দেশ ছাড়তে পারেনি এই দুই ক্রিকেটার।
আইএমটি