যখন যে চ্যানেলে দেখা যাবে এশিয়াকাপ

আর মাত্র ৪ দিন পর মাঠে গড়াবে এশিয়া কাপ। এটি এশিয়ার সেরা হওয়ার ১৪তম আসর। এবারের আসরে অংশ নেবে মোট ৬ দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে লড়বে ভারত, পাকিস্তান ও হংকং। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। এ নিয়ে তৃতীয়বারের মতো সেখানে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই দেখবে বিশ্ব।
১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। ফাইনালি লড়াই হবে ২৮ সেপ্টেম্বর। দেশি চ্যানেলের পাশাপাশি বিদেশি টেলিভিশনেও সরাসরি ম্যাচ সম্প্রচার হবে।
প্রতিযোগিতার সব ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। সেইসঙ্গে ইউটিউবে র্যাবিটহোলও খেলাগুলো সম্প্রচার করবে। এ ছাড়া মাছরাঙ্গা ও বিটিভির পর্দায়ও খেলা দেখা যাবে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
এসএ