ইঞ্জুরি নিয়ে চিন্তিত নই, গঠন করা হয়েছে ব্যলেন্স দল: সুমন

এশিয়া কাপের জন্য টাইগারদের ১৬ সদস্যের দল রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশ ছাড়ছে। টাইগার ভক্তদের মুখে একটাই প্রশ্ন- ইঞ্জুরি নিয়ে এশিয়া কাপে পারফরমেন্স কেমন হবে?। দলে বর্তমানে ইঞ্জুরির অবস্থান কতটুকু গুরুত্বপূর্ণ। ভক্তদের সব প্রশ্নের কৌতূহল মেটাতে বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমনের মুখোমুখি হয় নতুনসময়।
হাবিবুল বাশার সুমন বলেন, সময়ের সেরা দল নিয়েই বাংলাদেশ এশিয়া কাপে অংশগ্রহণ করছে। মাঠের কন্ডিশন বিবেচনা করে আমরা একটি ব্যালেন্সিং দল নির্বাচন করেছি। নতুন ও অভিজ্ঞ খেলোয়াড়দের সংমিশ্রণে তৈরি করা হয়েছে শক্তিশালী দল। আপাতত ফাইনাল নিয়ে আমরা ভাবছি না। প্রথম পর্বে ভাল কিছু করলে সময়ের সাথে আমরা মানিয়ে নিতে পারবো।
দলের ইঞ্জুরি নিয়ে সাবেক এই অধিনায়ক জানান, দলের ইঞ্জুরি খুব বেশি গুরুতর নয়। মাঠে নামার আগে আশা রাখছি, দলের সবাই ফিট হয়ে যাবে। ইঞ্জুরি নিয়ে বেশি চিন্তিত হবার কিছু নেই। আমরা পূর্ণশক্তি নিয়েই মাঠে নামবো।
বোলিং বিভাগে বাংলাদেশ কতটুকু ভারসাম্য? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা পেস এবং স্পিন দুই বিভাগেই নজর দিয়েছি। শ্রীলঙ্কা ও আফগানিস্তনের জয় তুলে নিতে ওয়েস্ট ইন্ডিজের ধারাবাহিকতা কাজে লাগতে হবে।
এদিকে পরিসংখ্যান বলছে, এশিয়া কাপে বাংলাদেশ বর্তমানে বেশ শক্তিশালী দল। শেষ তিনবারের দু’বারই বাংলাদেশ ফাইনাল খেলেছে। খুব কাছে এসেও শিরোপ নিজেদের করে নিতে পারেনি টাইগাররা। অতিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার সংযুক্ত আবর আমিরাতের মাটিতে বাংলাদেশ শিরোপা নিজেদের করে নিতে পারবে এমনটাই আশা করছে দেশের কোটি ক্রিকেটপ্রেমী।
১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের মিশন।
এমএ