ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


সন্ধ্যার দেশ ছাড়ছে টাইগাররা


৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১৬

২০১২, ২০১৪ ও ২০১৬ সালের পর এবারের এশিয়া কাপের আসর বসছে আরব আমিরাতে। এর আগে টানা তিন বার এশিয়া কাপের আয়েজক দেশ ছিলো বাংলাদেশ।

তবে শেষ তিন আসরের এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পরার মতো। ঘরের মাঠে দুবারই বাংলাদেশ খেলেছিল ফাইনাল পর্যন্ত। কিন্তু শিরোপার স্বাদ মিলেনি এখনো। এবার কি পারবে টাইগার শিবির ? অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, এশিয়া কাপ জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরও। তবে আপাতত অতদূর ভাবছে না টাইগাররা। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে চান ওয়ানডে এই অধিনায়ক।

এশিয়া কাপে অংশ নিতে রবিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা ছাড়বে টিম-টাইগাররা। এমিরেটসের বিমানে ৭টা ৩০ মিনিটে দুবাই যাবে বাংলাদেশ দল। দলের সফরসঙ্গী হচ্ছেন না টেষ্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে মাহমুদউল্লাহ গতকাল ঢাকায় ফিরেছেন। কাল তার দুবাই যাওয়ার কথা রয়েছে। আর সাকিব যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যোগ দেবেন দুবাইয়ে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। দুবাইয়ে দুই দল মুখোমুখি হবে ১৫ সেপ্টেম্বর। বাংলাদেশের গ্রুপের আরেক দল আফগানিস্তান। এছাড়া আরেক গ্রুপে পাকিস্তান ও ভারতসহ রয়েছে বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। ছয় দল থেকে সেরা চারদল যাবে দ্বিতীয় রাউন্ডে। ডাবল লিগ পদ্ধতিতে চার দল প্রত্যেকের সঙ্গে ম্যাচ খেলবে।

সেরা দুই দল যাবে ফাইনালে। এশিয়া কাপে সবগুলো দলকেই ফেভারিট মানছেন মাশরাফি বিন মুর্তজা। কাউকেই এগিয়ে রাখছেন না জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। এশিয়া কাপ জয়ের সামর্থ্য বাংলাদেশ দলের আছে বলে মনে করেন মাশরাফি। রয়েছে ম্যাচ উইনার পারফর্মার।

টাইগার অধিনায়ক আরো বলেন, ‘অংশগ্রহণকারী দলগুলো যদি দেখেন, তাহলে আমরা খুব বেশি পিছিয়ে নেই। হয়তো ভারত অনেক ভালো দল। পাকিস্তান তাদের ঘরের মাঠে খেলবে। কিছুটা বাড়তি সুবিধা তারা পাবে। তাদের দলে রিস্ট স্পিনার বেশি আছে। তবুও আমার কাছে মনে হয় আমাদের সামর্থ্য আছে তাদেরকে হারানোর। আমার কাছে মনে হয় আমরা খুব বেশি পিছিয়ে নেই।’

এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি ও লিটন কুমার দাশ।

আইএমটি