ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


হেরে ভুটানের বিদায়, সেমির আশায় পাকিস্তান


৯ সেপ্টেম্বর ২০১৮ ০১:২৬

সাফ কাপে শনিবার (৮ সেপ্টেম্বর) ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে দিল পাকিস্তান। এ জয়ে বাঁচিয়ে রাখল সেমির আশা। দু’দলের জন্যই আজ ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ। তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে এখন ‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে পাকিস্তান। অন্যদিকে তলানিতে থাকা ভুটান বিদায় নিয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় নেপালের মুখোমুখি বাংলাদেশ। এ ম্যাচে জয় পেলে গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠবে বাংলাদেশ।

এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে ছিল ভুটান। ৬৪ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে তারা। আর ৩৬ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে পাকিস্তান।

ম্যাচটির প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল পাকিস্তান। দুইটি গোলের মধ্যে প্রথমটি করেন মোহাম্মদ রিয়াজ। দ্বিতীয়টি করেন হাসান বশির। ম্যাচের ২১তম মিনিটে ভুটানের গোলরক্ষককে বোকা বানান মোহাম্মদ বশির। ২৯তম মিনিটে পাকিস্তানকে ২-০ গোলে এগিয়ে দেন হাসান বশির। ম্যাচের তৃতীয় গোলটি হয় একেবারে ম্যাচের শেষ দিকে। মিনিটে এই গোলটি করেন ফাহিম আহমেদ।

এমএ