ওয়ানডেতে সাব্বিরের অভিষেক সেঞ্চুরি

নিউজিল্যান্ডের সঙ্গে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যর্থ হয়েছেন টপ অর্ডারের ব্যাটসম্যানরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতে টাইগারদের করতে হবে ৩৩১ রান।
এত বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামলে দলকে দুই শতক পার করান সাব্বির রহমান। তাকে দারুণ সঙ্গ দেন সাইফউদ্দিন।
সাইফুদ্দিন ব্যক্তিগত ৪৪ রানে বিদায় নিলেও হাল ছাড়েননি সাব্বির। এরই মধ্যে ওয়ানডে ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
/এ আই