ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


রোববার দেশ ছাড়বে টাইগাররা


৮ সেপ্টেম্বর ২০১৮ ২১:৪৩

আর কয়েক দিন পরেই এশিয়া কাপের পর্দা উঠছে। আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। এশিয়ার ৬ দেশের এ টুর্নামেন্টে অংশ নিতে রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে টিম বাংলাদেশ।

শনিবার ( ৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রি‌কেট বোর্ড (বিসিবি) সূত্রে এ তথ্য জানা যায়। সন্ধ্যা ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে মাশরাফি বিন মর্তুজা ও তার দল।

এশিয়া কাপের জন্য প্রথমে ১৫ সদ‌স্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেও পরে অনেকটা বাধ্য হয়েই মুমিনুল হককে যুক্ত করা হয়েছে। মোট ১৬ সদস্যের ১৫ জনই এক সঙ্গে সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে।

এদিকে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে থাকায় সেখান থেকে সরাসরি দুবাইয়ে তার দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে।

এসএ