ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচে হেরে গেল টাইগাররা


১১ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩৬

নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচে হেরে গেল টাইগাররা

নিউজিল্যান্ড সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ হার দিয়ে শুরু করলো টাইগাররা। রোববার লিঙ্কন ওভালে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ড একাদশ ২ উইকেটে হারিয়েছে মাশরাফি ও সাকিববিহীন বাংলাদেশকে।

এদিন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা না থাকায় মেহেদী মিরাজের নেতৃত্বে নিউজিল্যান্ড একাদশের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথমে টসে হেরে ব্যাটিংয়ে নামেন সফরকারীরা। শুরুতেই নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে খাপ খাইয়ে উঠতে পারেননি লিটন ও সৌম্য। মাত্র ৩১ রানেই ৩১ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। লিটন দাস, মুমিনুল হক, সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনদের কেউ দুই অঙ্কে নিজেদের নাম লেখাতে পারেননি।

ওপেনার লিটন ৩ ও সৌম্য সরকার ১ রান করে ফেরেন সাজঘরে। তারপরে মুশফিক, মাহমুদউল্লাহ ও শেষ দিকে সাব্বিরের ঝড়ো ইনিংসের সুবাদে ২৪৮ রানের সম্মানজনক টার্গেট ছুড়ে দেয় মিরাজবাহিনী। দলের দুই সিনিয়র তারকা মুশফিক ও মাহমুদউল্লাহর পঞ্চম উইকেটে ১০৮ রানের জুটি গড়েন। শেষ দিকে সাব্বির রহমানের ৪১ বলে ৪০ রানের ইনিংসের উপর ভর করে ২৪৭ রান তুলতে সামর্থ্য হয় বাংলাদেশ। ৪৬.১ ওভারেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
কিউই বোলার ম্যাকপিক ৩৮ রানের খরচে সর্বোচ্চ ৪টি উইকেট লাভ করেন।

২৪৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড একাদশ। বাংলাদেশের দেওয়া টার্গেট ২ উইকেট হাতে রেখেই ৪৮.১ ওভারে টপকে যায় স্বাগতিকরা।

টাইগারদের মতো ওপেনিংয়ে বিপর্যস্ত হননি ব্ল্যাক ক্যাপ শিবির। দুই কিউই ওপেনার রাভাল এবং ফ্লেচারে দুর্দান্ত শুরতে বিনা উইকেটে ১১৪ যোগ করেন স্কোরবোর্ডে। ২২তম ওভারের আগে মিরাজদের অসহায়ত্বই দেখা গেছে লিঙ্কন ওভালে। ২২তম ওভারে অধিনায়ক রাভালকে ফিরিয়ে জুটি ভাঙেন নাঈম হাসান। ৬৩ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। এরপর উইকেটে আঘাত হানেন মাহমুদউল্লাহ। শিন সোলিয়াকে ফেরান তিনি। এরপর বল হাতে অনেকটাই ঘুরে দাঁড়ান মোস্তাফিজ ও মিরাজরা। সেঞ্চুরী থেকে ৮ রান কমে আউট হন ওপেনিংয়ে নামা ফ্লেচার। ততক্ষণে জয়ের কাছাকাছিতে পৌঁছে গেছে স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, মেহেদী মিরাজ এবং মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৮.১ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। আগামী ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে শুরু হবে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

নতুনসময়/আইএ