ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


রংপুরকে বিদায় করে ফাইনালে ঢাকা ডায়নামাইটস


৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩৪

ফাইনালে ঢাকা ডায়নামাইটস

বিপিএল ৬ষ্ঠ আসরে রংপুরকে বিদায় করে ফাইনাল নিশ্চিত করে ফেলল হট ফেবারিট ঢাকা ডায়নামাইটস। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে ২০ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে বর্তমান রানার্সআপরা। আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার সাকিব আল হাসানরা শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ইমরুল কায়েসের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এর মধ্য দিয়ে বিপিএলে সর্বোচ্চ ৪বার শিরোপা তুলে ধরা মাশরাফি বিন মুর্তজাকে এবার হতাশ হতে হলো।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা ডায়নামাইটস। প্রথম ওভারেই বিধ্বংসী লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গাকে (৪) নাহিদুলের তালুবন্দি করেন রংপুর অধিনায়ক মাশরাফি। এরপর রনি তালুকদারকে নিয়ে ধুন্ধুমার ব্যাটিং শুরু করেন সুনিল নারাইন। দলীয় ৪১ রানে ৮ বলে ১৪ রান করা এই ক্যারিবীয় অল-রাউন্ডারকে রাইলি রুশোর তালুবন্দি করেন নাজমুল ইসলাম। ঢাকার তৃতীয় উইকেটের পতন ঘটে বেনি হাওয়েলের বলে সাকিব আল হাসান (২০ বলে ২৩) বোল্ড হলে। সবেমাত্র ঝড় তুলেছিলেন ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ড। তার ৮ বলে ‌১৪ রানের ইনিস থামান মাশরাফি।

নুরুল হাসানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ২৪ বলে ৩৫ রানের দারুণ ইনিংস খেলা রনি তালুকদার রান-আউট হয়ে গেলে ৯৭ রানে অর্ধেক শেষ হয় ঢাকা ডায়নামাইটসের। জমে ওঠে ম্যাচ। দ্রুতি চাপ কাটিয়ে ব্যাটে ঝড় তোলেন আন্দ্রে রাসেল। এই ক্যারিবীয় হার্ডহিটারের তাণ্ডবেই ৫ উইকেট এবং ২০ বল বল হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা ডায়নামাইটস। নাজমুল ইসলাম অপুর করা ১৭তম ওভারে পরপর ৩টি ছক্কা মেরে দলকে জিতিয়ে দেন রাসেল।

নতুনসময়/আইএ