ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বাঁচা মরা ম্যাচে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স


৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:২৮

বাঁচা মরা ম্যাচে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স

বাঁচা মরা ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিপিএলের লিগ পর্ব শেষ করেছিল রংপুর রাইডার্স। তবে প্রথম কোয়ালিফায়ারে ধাক্কা খায়।

মাশরাফিদের হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট পেয়ে যায় ইমরুল-তামিমদের রংপুর রাইডার্স। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে বর্তমান চ্যাম্পিয়নদের শেষ সুযোগ ফাইনালে ওঠার। প্রতিপক্ষও দুর্দান্ত ঢাকা ডায়নামাইটস। বিপিএলের গত আসরে এই দুই দল ফাইনাল খেলেছিল। আজ এক দলকে বিদায় নিতে হবে।

আগুন গরম এই ম্যাচে টস জিতে মাশরাফিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। যে দল এই ম্যাচ জিতবে, তারাই আগামী ৮ ফেব্রুয়ারি গ্র্যান্ড ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে।

নতুনসময়/আইএ