ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ঢাকার বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ব্যাট করছে চিটাগং


৫ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪৬

ঢাকার বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ব্যাট করছে চিটাগং

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের এলিমিনেটর ম্যাচে মুখোমু্খি চিটাগং​ ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে চিটাগং​য়ের অধিনায়ক মুশফিকুর রহিম।

এদিন একই ভেন্যুতে বসবে কোয়ালিফাইয়ার ১ এর ম্যাচে। এতে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিকটোরিয়ানস।

এলিমিনেটর জয়ী দলটি আগামী ৬ ফেব্রুয়ারি বুধবার হতে যাওয়া কোয়ালিফাইয়ার ২তে মুখোমুখি হবে কোয়ালিফাইয়ার ১ এর পরাজিত দলটির বিপক্ষে।

অন্যদিকে কোয়ালিফাইয়ার ১ আর কোয়ালিফাইয়ার ২ এর দুই জয়ী দল ৮ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে।

আজ মিজানুর রহমানের বদলে ঢাকা দলে জায়গা করে নিয়েছেন শুভাগত হোম। অন্যদিকে বন্দর নগরীরর দলটিতে দুটি পরিবর্তন আনা হয়েছে। মোহাম্মদ আশরাফুল বাদ দিয়ে ডাকা হয়েছে ইয়াসির আলীকে। অন্যদিকে সিকান্দার রাজার বদলে ফিরেছেন রবি ফ্রাইলিংক।

ঢাকা ডায়নামাইটস

সুনিল নারাইন, উপুল থারাঙ্গা, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, কাজী অনিক।

চিটাগং​ ভাইকিংস

মুশফিকুর রহিম (অধিনায়ক), ক্যামেরুন ডেলপোর্ট, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, রবিউল হক, আবু জায়েদ, রবি ফ্রাইলিং, নাঈম হাসান, ধাসুন শানাকা, রবি ফ্রাইলিংক, হার্ডুস ভিলজয়েন।