চিটাগংকে হারিয়ে বিপিএল মিশন শেষ করলো সিলেট

সিলেটের বিপিএল মিশন শেষ হয়ে গেছে আগেই। অন্যদিকে, পয়েন্ট তিন নম্বরে চিটাগাং ভাইকিংস। শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ার পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই চিটাগাংয়ের সামনে।
চিটাগাং ভাইকিংসকে ২৯ রানে হারিয়ে জয় দিয়ে বিপিএলের ষষ্ঠ আসর শেষ করলো সিলেট সিক্সার্স।
১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চিটাগাংয়ের শুরুটা ভালো ছিল না। অফ ফর্মে থাকা আশরাফুল দলে সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি। প্রথম ওভারেই তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। পরের ওভারে আরেক ওপেনার ডেলপোর্টকে ফেরান এবাদত হোসাইন। ৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে চিটাগাং। রান তোলার গতি কমে যায়। তৃতীয় উইকেট জুটিতে রান আসে মুশফিক-ইয়াসির আলীর ব্যাট থেকে। দলীয় ৪৩ রানে অলোক কাপালির বলে জেসন রয়ের অবিশ্বাস্য এক ক্যাচে প্যাভিলিয়নে ফেরত যান ইয়াসির আলী। ব্যক্তিগত ২৫ রানে এবাদতের দ্বিতীয় শিকারে পরিণত হন মোসাদ্দেক। সিকান্দার রাজা দলীয় ৯৪ রানে বিদায় নিলে পঞ্চম উইকেট হারায় চিটাগাং। ব্যক্তিগত ৪৮ রানে মুশফিক রান আউট হলে জয়ের আশা শেষ হয়ে যায় চিটাগাংয়ের। শেষ পর্যন্ত ১৩৬ রানে চিটাগাং অলআউট হয়। সিলেটের এবাদত ১৭ রানে ৪ উইকেট নেন।
এর আগে শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামেন সিলেট সিক্সার্স। দলীয় ১৪ রানে ওপেনার আফিফ হোইনের উইকেট তুলে নেন ভিলিয়ন। আরেক ওপেনার জেসন রয় ব্যক্তিগত ১১ রান করে দলীয় ৩৭ রানে ভিলিয়নের দ্বিতীয় শিকারে পরিণত হন। তৃতীয় উইকেট জুটিতে ৬৫ রান যোগ করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন আন্দ্রে ফ্লেচার ও সাব্বির রহমান। দলীয় ১০২ রানের মাথায় ২৫ বলে ৩২ রান করে আউট হন সাব্বির। অন্য প্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেন আন্দ্রে ফ্লেচার। চতুর্থ উইকেটে নাওয়াজকে সঙ্গে নিয়ে ৫১ রানের জুটি গড়েন ফ্লেচার। ১৯তম ওভারে ১৯ বলে ৩৪ রান করে ভিলিয়নের বলে আউট হন নাওয়াজ। পরের বলেই ৬৬ রান করা ফ্লেচারকে আউট করেন ভিলিয়ন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রান করে সিলেট সিক্সার্স।