বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-পাকিস্তান

বিশ্বকাপের বাকি আছে ১১৮ দিন। আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই আসর। ১০ দলকে নিয়ে শুরু হওয়া এই আসরে বাংলাদেশসহ ৮টি দল খেলবে সরাসরি আর আফগানিস্তান ও ওয়েস্টইন্ডিজ খেলছে বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে।
এই দশ দলকে নিয়ে মূল আসর শুরুর আগে শুরু হবে প্রস্তুতি ম্যাচ। আগামী ২৪ মে থেকে শুরু হবে গা-গরমের ম্যাচগুলো। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে ম্যাচগুলোর সূচি প্রকাশ করা হয়েছে।
প্রথমদিন ২৪ মে ব্রিস্টলে লড়বে পাকিস্তান ও আফগানিস্তান। কার্ডিফে লড়বে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
২৫ মে হ্যাম্পশায়ারে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। দ্যা ওভালে খেলবে ভারত ও নিউজিল্যান্ড।
২৬ মে ব্রিস্টলে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ আর কার্ডিফে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ।
২৭ মে হ্যাম্পশায়ারে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা আর ওভালে ইংল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান।
২৮ মে ব্রিস্টলে ওয়েস্টইন্ডিজ বনাম নিউজিল্যান্ড আর কার্ডিফে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ।
/এ আই