ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


তিন দল প্লে-অফে, চতুর্থটি বাছাই শেষ পর্বে


১ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৪৭

তিন দল প্লে-অফে, চতুর্থটি বাছাই শেষ পর্বে

চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল আবার ঢাকায় ফিরছে শেষ পর্বের জন্য। এই পর্বের চারটি গ্রুপ ম্যাচসহ প্লে-অফ ও ফাইনাল হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

শেষ চারের দৌড়ে ইতিমধ্যে ছিটকে গেছে সিলেট ও খুলনা। লড়াইয়ে টিকে আছে রংপুর, কুমিল্লা, চিটাগং, রাজশাহী ও ঢাকা। এদের মধ্যে রংপুর, কুমিল্লা, চিটাগং ১৪ পয়েন্ট নিয়ে পৌঁছে গেছে শেষ চারে।

ঢাকার শেষ দুই ম্যাচের ফলাফলে নির্ধারিত হবে সাকিবের ডায়নামাইটস নাকি মিরাজের কিংস- কারা হবে প্লে-অফের শেষ দল। দু'দলের রয়েছে সমান ১০ পয়েন্ট। তবে রাজশাহীর গ্রুপ পর্বের খেলা শেষ তাই দর্শক হয়ে ঢাকার খেলার দিকে তাকিয়ে থাকবে তারা।

আগামীকাল শুক্রবার ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে বিপিএলের পঞ্চম পর্ব। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স।

শনিবারই হবে গ্রুপ পর্বের শেষ দিন। ওইদিন প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান লড়বে রংপুর রাইডার্সের বিপক্ষে। পরের ম্যাচটি হবে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটানসের মধ্যে।

এরপর ৪ ফেব্রুয়ারি সোমবার শুরু হবে প্লে-অফের লড়াই। প্রথম এলিমিনেটরের ম্যাচটি হবে পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বর দলের মধ্যে। সেই ম্যাচে যে দল হারবে সেই দল ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। জয়ী দলকে ফাইনালে যেতে আরও একটি ম্যাচ খেলতে হবে।

দিনের দ্বিতীয় ম্যাচে কোয়ালিফাইয়ার-ওয়ানে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের প্রথম ও দ্বিতীয় দল। এ ম্যাচে জয়ী দল সরাসরি খেলবে ফাইনালে। অপরদিকে পরাজিত দল ৬ ফেব্রুয়ারির ম্যাচে কোয়ালিফাইয়ার-টু খেলবে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের বিপক্ষে। পরবর্তীতে কোয়ালিফাইয়ার-ওয়ান এবং টুতে জয়ী দুই দল খেলবে ৮ তারিখের ফাইনাল।

চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলের হালচাল-

/এ আই