ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


কুমিল্লার রানের পাহাড় টপকাতে পারেনি খুলনা


২৯ জানুয়ারী ২০১৯ ০৫:৩০

কুমিল্লার রানের পাহাড় টপকাতে পারেনি খুলনা

কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে নিজেদের ১১তম ম্যাচে এসে খুলনার হারের সংখ্যা হয়েছে ৯টি। বিপরীতে জয়ের সংখ্যা মাত্র দুটি ম্যাচ। জয়, হারের সংখ্যা গুনলে পরাজয় যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে টাইটানসদের জন্য।

চট্টগ্রাম পর্বে তৃতীয় দিনের প্রথম ম্যাচে কুমিল্লার কাছে হেরেছে বিশাল ব্যবধানে।

টস জিতে টাইটানস অধিনায়ক ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভিক্টোরিয়ানস দলপতি ইমরুল কায়েসকে। টসে জিতেও যেন বিপদ ডেকে আনলো নিজেদের দিকে।

কুমিল্লার দুই ওপেনার তামিম ইকবাল আর লম্বা বিরতি দিয়ে ফেরা এভিন লুইস শুরুটা দুর্দান্ত করেন। ৭.২ ওভারে দুজন মিলে করেন ৫৮ রান।

যদিও ২৯ বলে ২৫ রান করা তামিম ফেরেন মাহমুদুল্লাহ’র বলে ক্যাচ দিয়ে। দুই নম্বরে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় ফেরেন শূন্যতে।

দলনেতা ইমরুল কায়েস আর এভিন লুইসের জুটিতে দলের রান দাড়ায় ১৪.৩ ওভারে ৩ উইকেটে ১৫৫ তে গিয়ে।

ইমরুলের ৩৯ রানে বিদায়ের পর এভিন লুইস করেন বিপিএলের ক্যারিয়ারে দ্বিতীয় শতক। শেষ পর্যন্ত ৪৯ বলে ১০৯ রানে অপরাজিত থেকে দলকে এনে দেন ২৩৭ রানের বিশাল সংগ্রহ। যা বিপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান।

খুলনার হয়ে মাহমুদুল্লাহ আর ক্রেইগ ব্রেথওয়েট নেন ২টি করে উইকেট, ১টি উইকেট নেন শরিফুল ইসলাম।

জবাবে ব্যাট করতে নেমে খুলনার দুই ওপেনারও শুরু করেছিলেন দুর্দান্ত। ৫.৩ ওভারের সময় দলীয় ৫৫ রানের মাথায় ২৭ রানে জুনাঈদ সিদ্দিকীর ফেরার মাধ্যমে ভাঙে উদ্বোধনী জুটি।

আরেক ওপেনার ব্রেন্ডন টেইলর একপ্রান্ত আগলে রেখে দেখেছেন সতীর্থদের আসা যাওয়ার মিছিল।

ব্রেন্ডন শেষ পর্যন্ত ৩৩ বলে বরাবর ৫০ রান করে ফেরেন সাজঘরে। ডেভিড মালানকে ১৩, মাহমুদুল্লাহকে ১৩ রানে ফেরানো আফ্রিদির তৃতীয় উইকেট টেইলর।

টেইলরের বিদায়ের পর ক্রেইগ ব্রেথওয়েটের ১৩ বলে ২২ রান ছাড়া হতাশ করেছ বাকি ব্যাটসম্যানরা।

২৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮.৫ ওভার পর্যন্ত সব উইকেট হারিয়ে ১৫৭ রান পর্যন্ত তুলতে পারে টাইটানসরা। তাতে ৮০ রানের জয়ে পয়েন্ট তালিকায় ১ নম্বরে উঠে গেল ভিক্টোরিয়ানসরা।

কুমিল্লার হয়ে শাহিদ আফ্রিদি নেন ৩টি উইকেট। ১টি করে উইকেট নেন সাইফউদ্দিন, মেহেদী হাসান ও থিসারা পেরেরা। অন্যদিকে নিজের তৃতীয় ও দলের ১৯তম ওভারে হ্যাটট্রিক তুলে নেন পাকিস্তানের পেসার ওয়াব রিয়াজ।