ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


নিজেদের মাঠে দুই ম্যাচ হেরেও শীর্ষে চিটাগং


২৯ জানুয়ারী ২০১৯ ০০:০৫

ঢাকার দ্বিতীয় পর্ব জয় দিয়ে শেষ করার পর তালিকার প্রথম স্থানে থেকেই ঘরের মাঠে খেলতে যায় চিটাগং ভাইকিংস। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে পর পর দু্ই ম্যাচেই হারতে হয় স্বাগতিকদের। প্র্রথম ম্যাচে শুক্রবার রংপুরে রাইডার্সের রান বন্যা কাছে ভেসে গেলেও দ্বিতীয় ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও মাত্র ৭ রানে হারতে হয়েছে মুশফিকুর রহিম নেতৃত্বাধীন দলটিকে। সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোনো খেলা নেই।

মঙ্গলবার দিনের প্রথম খুলনা টাইটানসের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিকটোরিয়ানস। সন্ধ্যায় ঢাকা টাইটানসের বিপক্ষে মুখোমুখি হবে রংপুর রাইডার্স।

এর আগে শনিবার সিলেট সিক্সার্সের বিপক্ষে হারের পর টুর্নামেন্ট থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেছে খুলনা। টেবিলের তলানিতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদের দল ১০ ম্যাচে মাত্র ২ জয়ে মোট চার পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে।

সমান সংখ্যক ম্যাচে চার জয় নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে থাকা সিলেটের সংগ্রহ ৮ পয়েন্ট। অন্যদিকে খুলনা ও সিলেটের মতো ১০ ম্যাচ খেলে পাঁচ জয়ে পঞ্চম স্থানে রয়েছে রাজশাহী। মেহেদি হাসান মিরাজের দলটির পয়েন্ট দাঁড়িয়েছে ১০ এ।

তালিকার চার নম্বরে থাকা কুমিল্লার মোট পয়েন্ট ১০। আট ম্যাচ খেলে পাঁচটি জয় পেয়েছে সাবেক চ্যাম্পিয়নরা।

পর পর তিন ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে রংপুর রাইডার্স। নয় ম্যাচে পাঁচ জয়ে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ১০ পয়েন্ট।

আট ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ আসরের বিপিএলের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস।