ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ইঞ্জুরিকে পাত্তা না দিয়ে এশিয়া কাপে খেলছেন তামিম


৭ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০৫

এশিয়া কাপে খেলছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। হঠাৎ ইঞ্জুরিতে পড়া তামিম এশিয়া কাপে খেলবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ার বিশ্বকাপ নামে খ্যাত এশিয়া কাপ।

তামিম এশিয়া কাপে খেলবেন বিষয়টি নিশ্চিত করে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, বর্তমানে তামিম দেশে নাই। তার চোট গুরুতর নয়। এশিয়া কাপের মত বড় আসরে তামিম না থাকাটা দলের জন্য বড় ধাক্কা। তবে তামিম না খেলার কোন আশঙ্কা নেই। তিনি খেলবেন সেটা এক প্রকার নিশ্চিত।

দেশের জন্যই তিনি ইঞ্জুরিকে পাত্তা না দিয়ে মাঠে নামবেন তামিম এমনটাই ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত অথবা মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।

এমএ