এশিয়া কাপে কেমন হবে টাইগারদের ব্যাটিং লাইন

এশিয়া কাপ মানেই কোটি ক্রিকেট প্রেমীর কাছে শিরোপার প্রত্যাশা। এখন আর সেই দিন নেই যখন বাংলাদেশ দেশ শুধুমাত্র অংশগ্রহণের জন্য এশিয়া কাপ খেলত। শেষ চার বছরে দু’বার ফাইনালে গিয়ে তীরে এসে তরি ভুবিয়েছে বাংলাদেশ। আর এই এশিয়া কাপ থেকেই বিশ্ব দেখেছে এক বদলে যাওয়া বাংলাদেশকে। এবার সংযুক্ত আরব আমিরাতে বসছে এশিয়া কাপ। ছয় দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টে বাংলাদেশ ফেভারিট হিসেবেই মাঠে নামবে। শিরোপা নিজেদের করে নিতে হলে মাশরাফিদের ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা বা হালের আফগানিস্তানকে মাত দিতে হবে।
সম্প্রতি সময়ের সাফল্যে টাইগার ভক্তরা এবার এশিয়া কাপের আশা করতে পারে। সেই চাওয়াতে চোখ রাঙ্গাচ্ছে ইঞ্জুরি। সাকিবকে দিয়ে শুরু সেই তালিকা। নিজের আঙ্গুলের চোট নিয়ে এশিয়া কাপে মাঠে নামবেন তিনি। একটি সূত্র থেকে জানা গেছে তিনি ২০ থেকে ৩০ শতাংশ ফিট। এর পরে অনুশীলনে চোট পেয়ে একাদশ থেকে ছিটকে গেছে তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। তার স্থানে দুলে সুযোগ পেয়েছে মমিনুল হক। এবার সেই চোট আক্রমন করেছে তামিম ইকবালকে। তার চোটেও বিসিবির কপালে চিন্তার রেখা ফুটে উঠেছে। শান্তর মত তিনিও মাঠে অনুশীলন করার সময় হাতে চোট পেয়ে বর্তমানে ব্যান্ডেজ নিয়ে দলের সাথে আছে। পুরো ফিট না হলে প্রথম ম্যাচ তাকে থাকতে হতে পারে মাঠের বাইরে। সেক্ষেত্রে লিটন দাসের সাথে ওপেনিং পজিশনে আসতে পারে চমক।
তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে সাকিব বর্তমানে পরিক্ষিত। এর পরেই মাঠে নামতে পারে মমিনুল হক যদি রহিম তার চার নম্বর স্থান ছাড়তে রাজি হয়। দলের মধ্যভাগ সামলাবে মুশফিক রহিম, মাহমুদুল্লাহ্ রিয়াদ, মেহেদী মিরাজ, সাত নম্বর স্থানে ফিনিসারের ভূমিকায় মাঠে নামবে আরিফুল হক ও অধিনায়ক মাশরাফি। তারপর যথারীতি রুবেল বা আবু হায়দার রনি শেষ ব্যটসম্যান হিসেবে অটো চয়েজ মুস্তাফিজুর রহমান। কিন্তু তামিম না খেললে তার স্থানে যে চমক থাকবে তা হল, আরিফুলকে লিটনের সাথে দেখা যেতে পারে। আর নাজমুল ইসলাম তপুর দলে সুযোগ হতে পারে।
তিন পেসার আর দুই স্প্রিনার না তিন স্পিনার দুই পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ তা টসের আগে মাঠ বিবেচনায় করা হবে।
এশিয়া কাপ খেলতে আগামী রবিবার দেশ ছাড়বে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি সংবাদ সম্মেলনে বলেন, শেষ তিন বারের এশিয়া কাপের ফাইনালে দু’বার বাংলাদেশ ফাইনালে গিয়েও শিরোপা নিজেদের করে নিতে পারে নি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এশিয়া কাপে কেমন করব, সেটা নির্ভর করবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পারফরম্যান্স। আমরা যদি ম্যাচটা জিততে পারি, তাহলে আমরা শুরুতেই আত্মবিশ্বাস পেয়ে যাব।
আগামী ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। গ্রুপপর্বে বাংলাদেশের অপর প্রতিপক্ষ আফগানিস্তান।
এমএ