ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


সেই উদ্‌যাপনের নেপথ্যে...


৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:০৬

সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে গ্রুপের শীর্ষে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জয়ে লাল-সবুজদের সেমিফাইনালও প্রায় নিশ্চিত। বৃহস্পতিবারের সেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেডে গোলটি করেই জার্সি খুলে দৌড়ে মাঠের বাইরে চলে গেলেন তপু বর্মণ। তাঁকে ঘিরে তখন পুরো বাংলাদেশ দলের বুনো উল্লাস। মাঠে ফিরতে যাবেন, এমন সময় গোল ও সাইড লাইন ঘেঁষে হঠাৎ থমকে দাঁড়িয়ে তপুর উদ্দেশে কী যেন বললেন লেফটব্যাক ওয়ালি ফয়সাল। পর মুহূর্তেই তপুর সামনে লাইন ধরে দাঁড়ালেন ওয়ালি নিজে, টুটুল হোসেন বাদশা ও মাসুক মিয়া জনি। তপু হাত উঁচিয়ে গুলি করার ভঙ্গিমা করতেই মাটিতে লুটিয়ে পড়লেন তারা।

এমন উদ্‌যাপনের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে । অনেকের মনে প্রশ্ন, কী ভেবে এমন ভঙ্গিতে উদ্‌যাপনটা সারলেন বাংলাদেশের ফুটবলাররা! রহস্যটা নিজেই জানিয়েছিলেন তপু , ‘এটা আমার মাথায় ছিল না। আমাদের ওয়ালি ভাইয়ের মাথা থেকে আসছে। উনিই বলেছেন এমনটা করতে।’ তপু এর পেছনের কারণটা আর খোলাসা করেননি।

পাকিস্তানি ফুটবলারদের প্রায় ছয় ফুট উচ্চতা ও শারীরিকভাবে শক্তিশালী ফরোয়ার্ডদের পা থেকে কতবার যে বল কেড়ে নিয়েছেন_সেটির সাক্ষী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের হাজারও দর্শক। সাক্ষী টেলিভিশন আর সামাজিক মাধ্যমে ম্যাচটি ‘লাইভ’ দেখা লাখো দর্শক।

এসএ