শুরু থেকেই নেই ডি ভিলিয়ার্স

বিপিএল ঘিরে বাংলাদেশে বসছে তারার মেলা। লিগ মাতাতে ঢাকায় আসতে শুরু করেছেন তারকা ক্রিকেটাররা। আজকালের মধ্যেই চলে আসবেন প্রায় সবাই। তবে এখনও আনসননি টি-টোয়েন্টির অন্যতম বড় বিজ্ঞাপন এবি ডি ভিলিয়ার্স।
এবারই প্রথম বিপিএল খেলতে আসছেন প্রোটিয়া এ বিস্ফোরক ব্যাটার। খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। তবে টুর্নামেন্ট শুরু থেকে তাকে পাচ্ছে না উত্তরবঙ্গের দলটি। এমনই ইঙ্গিত দিয়েছেন খোদ মাশরাফি বিন মুর্তজা।
নির্বাচনী ব্যস্ততা কাটিয়ে গতকাল শেরেবাংলায় এসেছেন তিনি। ম্যাশ জানান, শুরু থেকে পাওয়া যাবে না ডি ভিলিয়ার্সকে। মাঝামাঝিতে কিংবা টুর্নামেন্টের শেষ দিকে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
মাশরাফির নেতৃত্বাধীন এই দলে ডি ভিলিয়ার্স ছাড়াও রয়েছেন ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রিলে রুশো, রবি বোপারাদের মতো তারকারা। তাদের সঙ্গে প্রতিভাবান স্থানীয় ক্রিকেটারদের মিশেলে দারুণ দল গড়েছে রংপুর।
ডি ভিলিয়ার্স শুরু থেকে না খেললেও ক্রিস গেইল চলে আসবেন শিগগির। প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই খেলতে পারেন তিনি। ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন অ্যালেক্স হেলস ও রিলে রুশো। বৃহস্পতিবার রাইডার্সের প্রধান কোচ টম মুডির অধীনে অনুশীলনও শুরু করেছেন তারা।
রংপুর রাইডার্স স্কোয়াড
দেশি ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, সোহাগ গাজী, মেহেদি মারুফ, ফারদিন হোসেন, নাহিদুল ইসলাম, আবুল হাসান রাজু ও নাদিফ চৌধুরী।
বিদেশি ক্রিকেটার: ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, রবি বোপারা, অ্যালেক্স হেলস, রিলে রুশো, শেন উইলিয়ামস, বেনি হাওয়েল ও শেলডন কটরেল।