ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


টাইগারদের নতুন স্পন্সর ঘোষণা


৬ সেপ্টেম্বর ২০১৮ ২০:০৩

টাইগারদের নতুন স্পন্সর হিসেবে চুক্তি করছে বহুজাতিক প্রতিষ্ঠান ‘ইউনিলিভার’। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপসহ দীর্ঘমেয়াদেই বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বহুজাতিক এ প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী সুজন। তবে ইউনিলিভার কত দিনের জন্য বাংলাদেশ দলের সাথে চুক্তি করছে তা জানাননি নিজামউদ্দীন সুজন।

প্রসঙ্গত, আগস্টের শেষদিকে হঠাৎ করেই বাংলাদেশ দলের স্পন্সরশীপ প্রত্যাখ্যান করে মোবাইলফোন নেটওয়ার্ক প্রতিষ্ঠান ‘রবি’। জাতীয় দলের ক্রিকেটাররা অন্য মোবাইল সেবাদান প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ থাকাসহ বেশ কয়েকটি অজুহাত দেখিয়ে নিজেদের সরিয়ে নিয়েছিল রবি।

এমএ