নিষিদ্ধ এমবাপে

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপে। লিগ ওয়ানের ম্যাচে লাল কার্ড পাওয়ায় তার ওপর এমন নিষেধাজ্ঞা এসেছে। গত শনিবার নিমের মাঠে ৪-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিগটির বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
খেলার সময় তেজি সাভানিয়েকে ধাক্কা দিয়েকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে লিগ ওয়ান কর্তৃপক্ষ। সেকারণে আগামী তিন ম্যাচ খেলতে পারবেন না এমবাপে।
অপরদিকে আরো বড় শাস্তি পেয়ে ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড পান বিশ্বকাপ জয়ী অন্যতম তারকা এমবাপে। এমন অনাকাঙ্খিত ঘটনায় দায়ে তাছেন সাভানিয়েও। কারণ এমবাপেকে ফাউল করেছিলেন তিনি। বাজে ট্যাকলের জন্য সরাসরি লালকার্ড পান তিনি। আগামী পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই তারকা খেলোয়ারকে।
এমএ