ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বিশ্বসেরা অল-রাউন্ডারে চারে মাহমুদউল্লাহ


২৪ ডিসেম্বর ২০১৮ ০৫:৪৭

ফাইল ফটো

বিশ্বসেরা অল-রাউন্ডারের তালিকায় স্থান করে নিয়েছে ‘নিরব ঘাতক’ নামে পরিচিত মাহমুদউল্লাহ রিয়াদের । তিন ফরম্যাটেই বিশ্বসেরা অল-রাউন্ডার ছিলেন সাকিব আল হাসান । এখন ওয়ানডে আর টি-টোয়েন্টিতে দুই নম্বরে আছেন । বেশি সময় নিবে না নিজকে আগের জায়গায় নিতে । তা চোখ বুজলেই বলা যেতে পারে ।

 

মজার বার্তা হলো তার নতুন সঙ্গী হয়ে গেল মাহমুদউল্লাহ রিয়াদ । আবিশ্বাস লাগতে পারে কিন্তু তাই ঘটেছে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অভূতপূর্ব উন্নতির মাধ্যমে ।

 

মাহমুদউল্লাহর নাম আসন্ন আইপিএলের নিলামের তালিকায় ছিল । কিন্তু তারকাদের ভিড়ে শেষ পর্যন্ত দল পায়নি । যদিও উইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে । টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বেশ ভালো উন্নতি হয়েছে ।সদ্য শেষ হওয়া সিরিজের মাধ্যমে তিনি ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন ওবোলার হিসেবে ১৭ ধাপ এগিয়ে এসেছেন ৫১ নম্বরে।

আর এই কারণে মাহমুদউল্লাহ এগিয়ে গেলেন অল-রাউন্ডারদের র‍্যাংকিংয়েও । টি-টোয়েন্টির ৪ নম্বর অল-রাউন্ডারও তিনি। রেটিং পয়েন্ট ২৪০ ।

 

তার পর যারা আছে ২৪ রেটিং পয়েন্ট বেশি নিয়ে তিন নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি । ৩১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আফগানিস্তানের মোহাম্মদ নবি। তিন ম্যাচে ১০৩ রান এবং ৮ উইকেট নেওয়া সাকিব নবীকে টপকে ৩৩৯ রেটিং পয়েন্ট নিয়ে আছেন দুইয়ে। ৩৬২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।