ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম আঘাত মিরাজের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বোলিংয়ে প্রথম আহাত এনেছে মিরাজ ।
মিরাজের ব্যাক্তিগত তৃতীয় ওভারে ওপেনার হেমরাজকে তুলে নেয়।
এই রিপোর্ট লিখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৯.৩ ওভারে ১ উইকেটে ৪৪ রান।
এই মহুর্তে ব্যাট করছে হোপ ২৬ এবং ব্রাভো ৮ রানে ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আজ দুপুর ১২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।
সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এসেছে।
ব্যাটসম্যান ইমরুল কায়েসের জায়গায় খেলছেন মোহাম্মদ মিঠুন।
আর পেসার রুবেল হোসেনের পরিবর্তে নেওয়া হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে।
এদিকে এই সিরিজ জিতলে এক বছরে টানা তিনটি ওয়ানডে সিরিজও জিতবে বাংলাদেশ।
এর আগে গত ক্যারিবীয় সফরে ও ঘরের মাঠে জিম্বাবুয়েকে হারিয়েছিল টাইগাররা।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহদি হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।