ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বোলিংয়ে বাংলাদেশ


১০ ডিসেম্বর ২০১৮ ০০:৪৯

ফাইল ফটো

সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমেছে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ।

কুয়াশা নিয়ে ম্যাচের আগে দুর্ভাবনায় ছিলেন মাশরাফি বিন মুর্তজা।

তাই খুব করে চাইছিলেন টস জিততে।কিন্তু শেষ পর্যন্ত টস জেতা হয়নি।

এরআগে দুই দলের ৩১ ম্যাচের ৯টিতে টস জিতেছে বাংলাদেশ।

২০টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাকী দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

এর আগে আটটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

এর মধ্যে তিনটিতে জিতেছে বাংলাদেশ।

পাঁচটিতে জিতেছে উইন্ডিজ।

২০০৯ সালে ক্যারিবিয়ানে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

২০১২ সালে দেশের মাটিতে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল।

এই বছরের মাঝমাঝি সময়ে সবশেষ সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল মাশরাফি বিন মুর্তজার দল।