এস্পানিওলকে ৪-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

বার্সেলোনা ৪-০ গোলে উড়িয়ে দিল এস্পানিওলকে।
মেসির জোড়া এবং লুইস সুয়ারেজ ও দেম্বেল একটি করে গোল করে এই বড় আসে আসে বার্সার।
বার্সেলোনা শনিবার রাতে কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে মাঠে নামে ।
ম্যাচে বিরতির আগেই প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা।
খেলার প্রথম মিনিট থেকেই জ্বলে উঠে মেসি।
১৭ মিনিটে বার্সেলোনার এগিয়ে যাওয়া গোলটিও আসে এই সুপারস্টারের পা থেকেই।
চমৎকার এক ফ্রি-কিকে প্রায় ২৭ গজ দূর থেকে গোল পোস্ট ঘেঁষে প্রতিপক্ষের জালে বল জড়ান মেসি।
এর কিছুক্ষণ পরে ব্যবধান দ্বিগুণ করা গোলেও ছিল মেসির অবদান।
আর ২৬তম মিনিটে তাঁর রক্ষণচেরা পাস ডি-বক্সের বাঁ দিকে পেয়ে একজনকে কাটিয়ে উঁচু শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানায় পাঠান দেম্বেলে।
এদিকে ৩৬তম মিনিটে মেসির পাস পেয়েও গোলের সুযোগ নষ্ট করেন সুয়ারেস।
পরের মিনিটেই ইভান রাকিতিচের হেড এস্পানিওলের গোলরক্ষক রুখে দিলে রিবাউন্ডে মেসির হেড গোলবারে লেগে ফিরে আসে।
তবে প্রথমার্ধের শেষ মিনিটে একটি গোল পায় বার্সা।
৪৫ মিনিটে লুইস সুয়ারেজের প্রায় জিরো এঙ্গেল থেকে এস্পানিওল গোলরক্ষকের পায়ের ফাঁকা দিয়ে বল জালে জড়ালে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা।
বিরতির পর শুরু হয় মেসির শো।
৬৫ মিনিটে আরও একবার বার্সার হয়ে গোল করেন মেসি।
এবারও ফ্রি কিক থেকেই।
চলতি মৌসুমে ফ্রি কিক থেকে এটি মেসির দশম গোল।
ক্যারিয়ারে এক ম্যাচে দ্বিতীয়বার ফ্রি কিক থেকে জোড়া গোল করলেন এ যাদুকর।
১১ গোল করে লা লিগায় যুগ্মভাবে ক্রিস্টিয়ান স্টুয়ানির সঙ্গে শীর্ষে উঠে আসলেন মেসি।
অপরদিকে ৭২ মিনিটে বার্সার রক্ষণভাগ ভেঙে গোল করে বসে এস্পানিওলও।
কিন্তু দুতার্তের গোল ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
এরপর ম্যাচে আর কোনো গোল না হলে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।