ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


টেস্ট ইতিহাসে বাংলাদেশের রেকর্ড জয়


৩ ডিসেম্বর ২০১৮ ০২:১২

ছবি সংগৃহিত

মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত স্পিন বোলিংয়ে দুই ইনিংসেই তুলে নিলেন পাঁচ উইকেট।স্পিন আক্রমনে প্রথমবারের মতো প্রতিপক্ষকে ফলো অন করিয়ে বাংলাদেশ পেল টেস্টে নিজেদের সবচেয়ে বড় জয়।

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে প্রতিশোধ নিল ক্যারিবিয়ান সফরে নাকাল হওয়ার বদলা।


তাইজুল ইসলামের বলে শারমন লুইসকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২১৩ রানে অল আউট করেছে স্বাগতিকরা।ইনিংস ও ১৮৪ রানে জিতল বাংলাদেশ।

দুই ম্যাচের সিরিজে প্রথমবারের মতো প্রতিপক্ষের ৪০ উইকেটই নিলেন স্পিনাররা।ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশেরই ৩৮ উইকেট ছিল আগের সেরা।

টেস্ট ইতিহাতে বাংলাদেশের সবচেয়ে বড় এই জয়ে দারুণ অবদান ক্যারিয়ার সেরা বোলিং করা মেহেদী হাসান মিরাজের। ১১৭ রানে ১২ উইকেট নেন এই অফ স্পিনার।

ইংল্যান্ডের বিপক্ষে ১৫৯ রানে ১২ উইকেট তার আগের সেরা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৫০৮

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: (আগের দিন শেষে ৭৫/৫) ৩৬.৪ ওভারে ১১১ (হেটমায়ার ৩৯, ডাওরিচ ৩৭, বিশু ১, রোচ ১, ওয়ারিক্যান ৫*, লুইস ০; সাকিব ১৫.৪-৪-২৭-৩, মিরাজ ১৬-১-৫৮-৭, নাঈম ৩-০-৯-০, তাইজুল ১-০-১০-০, মাহমুদউল্লাহ ১-১-০-০)।

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (ফলো অন) ৫৯.২ ওভারে ২১৩ (ব্র্যাথওয়েট ১, পাওয়েল ৬, হোপ ২৫, আমব্রিস ৪, চেইস ৩, হেটমায়ার ৯৩, ডাওরিচ ৩, রোচ ৩৭*, ওয়ারিক্যান ০, লুইস ২০; সাকিব ১৪-৩-৬৫-১, মিরাজ ২০-২-৫৯-৫, তাইজুল ১০.২-১-৪০-৩, মাহমুদউল্লাহ ১-০-৬-০, নাঈম ১৪-২-৩৪-১) ।

এমএল