ভালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের জয়

লা লিগায় রিয়াল মাদ্রিদ জয়ে ফিরেছে। ভালেন্সিয়ার আত্মঘাতী গোল ও লুকাস ভাসকেসের গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তিয়াগো সোলারির দল।
শনিবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-০ গোলে জেতে স্পেনের সফলতম ক্লাবটি। গত মৌসুমে এই মাঠে স্বাগতিকদের ২-২ গোলে রুখে দিয়েছিল ভালেন্সিয়া।
স্থায়ীভাবে রিয়ালের দায়িত্ব পেয়ে লিগে প্রথম জয়ের স্বাদ পেলেন সোলারি।
প্রতিপক্ষের ভুলে ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যায় রিয়াল।দানি কারভাহালের ছোট ডি-বক্সে বাড়ানো বল হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠান ডেনমার্কের মিডফিল্ডার ড্যানিয়েল ভাস।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ভালেন্সিয়ার কেভিন গামেইরোর শট ঝাঁপিয়ে ঠেকান রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।পরের মিনিটে একা ডি-বক্সে ঢুকে পড়েন সান্তি মিনার।তার সামনে ছিলেন শুধু গোলরক্ষক।কিন্তু বল উড়িয়ে মেরে নিজেদের সেরা সুযোগটি নষ্ট করেন ভালেন্সিয়ার এই ফরোয়ার্ড।
এদিকে শেষ ১০ লিগ ম্যাচে জালের দেখা না পাওয়া গ্যারেথ বেলকে ৬৩তম মিনিটে তুলে নেন কোচ।বদলি নামান মার্কো আসেনসিওকে।
আসেনসিও দ্বিতীয়ার্ধে নিজেদের সেরা সুযোগটি নষ্ট করেন।৭২তম মিনিটে সতীর্থের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে প্রতিপক্ষের গায়ে মারেন স্প্যানিশ এই মিডফিল্ডার।
ম্যাচের ৮৩তম মিনিটে গোছানো এক আক্রমনে দ্বিতীয় গোলের দেখা পায় রিয়াল।
করিম বেনজেমার পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে বাঁ পায়ের প্লেসিং শটে বল ঠিকানায় পাঠান ভাসকেস।
১৪ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।
এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা সেভিয়ার পয়েন্ট ২৬। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২৪।
এমএল