ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ


১ ডিসেম্বর ২০১৮ ০৪:২৪

ছবি সংগৃহিত

দুই অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক সাকিব আল হাসান ৫৫ ও মাহমুদউল্লাহ’র ৩১ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ।

অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে তারা গড়েছেন ৬৯ রানের জুটি।এর আগে অভিষেকেই ৭৬ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন সাদমান।

প্রথম দুই সেশনে দুটি করে উইকেট হারানো বাংলাদেশ শেষ সেশনে হারিয়েছে একটি উইকেট।

প্রথম সেশনে ৮৭, দ্বিতীয় সেশনে ৮৮ রান তোলা স্বাগতিকরা তৃতীয় সেশনে মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে যোগ করে ৮৪ রান।

লেগ স্পিনার দেবেন্দ্র বিশু ৬৯ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন কেমার রোচ, শারমন লুইস ও রোস্টন চেইস।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৫৯/৫ (সাদমান ৭৬, সৌম্য ১৯, মুমিনুল ২৯, মিঠুন ২৯, সাকিব ৫৫*, মুশফিক ১৪, মাহমুদউল্লাহ ৩১*; রোচ ১৫-১-৩৮-১, লুইস ১২-১-৩৫-১, চেইস ২১-০-৬১-১, ওয়ারিক্যান ১৯-২-৪৬-০, বিশু ১৯-১-৬৯-২, ব্র্যাথওয়েট ৪-০-৮-০) ।

এমেএল