টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বছরের শেষ টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট, ৯ বছর পর ২-০ তে টেস্ট সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।
অভিষেক যে দলের নিয়মিত ঘটনা, তার অবশ্য ব্যতিক্রম ঘটেনি এই ম্যাচেও। ব্যাটসম্যান সাদমান ইসলাম অনিকের অভিষেকের মধ্য দিয়ে বছরের শেষ টেস্ট খেলতে নামছে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত জয়ে ১-০ তে সিরিজে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।
সিরিজের প্রথম টেস্টের মতো ঢাকা টেস্টেও টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
চার স্পিনার নিয়ে গড়া বাংলাদেশ দলে নেই কোনও পেসার। দলে ফিরেছেন লিটন দাস।
বাংলাদেশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ: ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), কিরণ পাওয়েল, শাই হোপ, সুনীল আমব্রিস, রোস্টন চেজ, শিমরণ হেটমেয়ার, শেন ডরিচ(উইকেট-কিপার), জোমেল ওয়ারিকান, দেবেন্দ্র বিষু, কেমার রোচ ও শেরমন লুইস।