মেসির গোলে গ্রুপসেরা বার্সেলোনা

বুধবার রাতে চ্যাম্পিয়নস লীগে পিএসভি’র বিপক্ষে ২-১ গোলে জিতে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বার্সেলোনা।
এই ম্যাচে সুপারস্টার মেসি একটি গোল করার পাশাপাশি পিকের করা গোলেও অবদান রাখেন।আর পিএসভি’র একমাত্র গোলটি করেন ডি জং।
পিএসভি’র মাঠে এই ম্যাচে‘বি’গ্রুপে দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল দল দুটি।এর আগে সেপ্টেম্বরে ক্যাম্প ন্যুতে প্রথম লেগের ম্যাচে মেসির হ্যাটট্রিকে ৪-০ গোলে জিতেছিল এরনেস্তো ভালভেরদের দল।
ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোন দলই।চতুর্থ মিনিটে গাস্তন পেরেইরোর চেষ্টা ব্যর্থ করে দেন বার্সেলোনার গোলকিপার মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
আবার ১৬ মিনিটে বার্সার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয় গোলপোস্ট! ইভান রাকিতিচের ভুলে বল পেয়ে যাওয়া গাস্তন পেরেইরোর শটটি গিয়ে লাগে পোস্টে।
ম্যাচের ৩৫ মিনিটে মেসির বাড়ানো বলে লক্ষ্যভ্রষ্ট শট করেন ফিলিপে কুতিনহো।এই ভাবে প্রথমার্ধের খেলা শেষ হয় ব্যর্থ আক্রমণের মধ্য দিয়ে।
তবে বিরতি পর সাফল্যের দরজা খোলেন মেসি। ম্যাচে ৬১ মিনিটে উসমান দেম্বেলের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে বাঁ পায়ের দারুণ শটে দলকে ১-০তে এগিয়ে দেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।
আর ম্যাচের ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিকে। মেসির ফ্রি কিকে স্প্যানিশ এই ডিফেন্ডার পা ছোঁয়ালে দ্বিতীয় গোলটি পায় কাতালানরা।
এদিকে ম্যাচের ৮২ মিনিটের মাথায় এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় পিএসভি।সতীর্থের বাড়ানো ক্রস থেকে গোল করেন ডি ইয়ং।এরপর স্বাগতিকরা আর গোলের দেখা না পেলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এমএল