চ্যাম্পিয়ন্স লিগের ষোলতে জুভেন্তাস

ভ্যালেন্সিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। জুভির হয়ে একমাত্র গোলটি করেছেন মারিও মানজুকিচ। ফলে পাঁচ ম্যাচে চার জয় আর এক হার নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠেছে আলেগ্রির শিষ্যরা।
খেলায় নিজেদের মাঠে বল দখলে এগিয়ে ছিল জুভেন্তাসই।প্রতিপক্ষের গোলমুখে ১৯টি শটের ৬টিই ছিল টার্গেটে। তবে ম্যাচের প্রথমার্ধে অবশ্য খুব বেশি সুযোগ সৃষ্টি করতে পারেনি ক্রিস্তিয়ানো রোনালদোরা।
আবার ম্যাচে শুধু ফুটবল প্রদর্শনীই হয়নি।এই ম্যাচে রেফারিকে ফাউলের বাঁশি বাজাতে হয়েছে ৩২ বার। ভ্যালেন্সিয়ার ৫ জন আর জুভেন্টাসের ৩ জন দেখেছেন হলুদ কার্ড।
খেলার ৫৯ মিনিটে দারুণ এক সুযোগ পেয়ে তা কাজে লাগাতে মোটেও ভুল করেননি মানজুকিচ।
সতীর্থের বাড়ানো বল ধরে রোনালদোর আড়াআড়ি ক্রসে নিখুঁত টাচে প্রতিপক্ষের জাল খুঁজে নেন ক্রোয়েট এই তারকা।
এমএল