অস্ট্রেলিয়ার মেয়েরা চার-চারবার বিশ্ব চ্যাম্পিয়ন!

অস্ট্রেলিয়া আবারো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে।
এই নিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চতুর্থ শিরোপা জিতল অস্ট্রেলিয়া ।
ওয়েস্ট ইন্ডিজে আজ রোববার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে চতুর্থ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।
ক্রিকেটে অস্ট্রেলিয়া সব সময়ই সমীহ–জাগানিয়া দল।তবে অবিশ্বাস্য হলেও সত্য, ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া কখনো শিরোপা জিততে পারেনি। ছয়বার অংশ নিয়ে ২০১০ সালে রানার্সআপ হওয়াই তাদের সর্বোচ্চ সাফল্য।যেখানে মেয়েদের দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অভাবনীয় সাফল্য।এর আগে ২০১০, ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল মেগ ল্যানিংয়ের দল। অন্য দলগুলো যেখানে একবারের বেশি শিরোপা জিততে পারেনি,সেখানে অস্ট্রেলিয়ার মেয়েরা সেখানে চার-চারবার বিশ্ব চ্যাম্পিয়ন!
ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আজ আগে ব্যাটিংয়ে নেমে ১০৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মেয়েরা ১০৫ রান তাড়া করতে নেমে ম্যাচটা ৮ উইকেটে জিতেছে ২৯ বল হাতে রেখেই!
এমএল