প্রথম টেস্টে যে বিষয়টি টার্নিং পয়েন্ট ছিল

স্বাগতিক হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মত হারিয়েছে বাংলাদেশ। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওদেরকে ২-০ ব্যবধানে টেস্টে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ খুব সহজেই হারিয়েছে। তবে একটা বিষয় আছে, যা পুরো ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের। কী সেটা?
প্রথম ইনিংসে মুমিনুলের সেঞ্চুরিতে ৩২৪ রান তুলে বাংলাদেশ। যদিও নবম উইকেট জুটিটি ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। ২৫৯ রানে ৮টি উইকেট হারানোর পর, জুটি গড়ে তোলেন তাইজুল ইসলাম ও অভিষিক্ত নাইম হাসান। ৬৫ রানের সেই জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে ভালো একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় বাংলাদেশ। ‘লেজের’ দুই ব্যাটসম্যানের মহাগুরুত্বপূর্ণ জুটি কি ম্যাচের টার্নিং পয়েন্ট? ম্যাচশেষে পর্যালোচনা থেকে উঠে আসছে সেটাই। অধিনায়ক সাকিবের চোখেও সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।
এ বিষয়ে আলোকপাত করে টাইগার অধিনায়ক বলেন, ‘ছোট ছোট কিছু জুটি আছে যা আমাদের অনেক সাহায্য করেছে। বড় দিক থেকে বলতে গেলে আমাদের প্রথম ইনিংসের রানটা বড় অ্যাডভান্টেজ ছিল। যদিও চাইলে হয়তো দ্বিতীয় ইনিংসে আমরা আরেকটু ভালো ব্যাটিং করতে পারতাম। কিন্তু এ ধরণের উইকেটে এমনটা হতেই পারে। ওই সম্পর্কে আমরা সবাই অবগত ছিলাম। আমরা জানতাম ম্যাচটা এমন ধরণে হবে, হাই স্কোরিং হবে না, প্রথম দিন উইকেটটা দেখার পর।’
প্রথম ইনিংসের রান টেস্ট জয়ে বড় অবদান রাখলেও সাকিব দলের সবার অবদনের কথা বলেছেন সংবাদ সম্মেলনে, ‘সত্যি বলতে কী, ম্যাচে টার্নিং পয়েন্ট অনেক গুলো। এমন ম্যাচে ছোট ছোট জিনিস গুলোই অনেক বড় হয়ে যায়। এটা ওদের পক্ষেও আছে, আমাদের পক্ষেও আছে। পুরো দলই ভালো খেলেছে। আমরা টিম হয়ে খেলেছি। গুরুত্বপূর্ণ জিনিস হয় কি, ম্যাচ জয়ের পর দলের আত্মবিশ্বাস অন্য রকম থাকে। আশা করি ওটা ধরে রাখতে পারব।’