নজির স্থাপন করলেন তাইজুল

দুর্দান্ত ফর্মের আছেন তাইজুল ইসলাম। তবে চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে সুবিধা করে উঠতে পারেননি তিনি। পেয়েছিলেন মাত্র ১ উইকেট। কিন্তু ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ঠিকই ষোলকলা পূর্ণ করে ছাড়লেন বাঁহাতি স্পিনার। একাই শিকার করলেন ৬ উইকেট।
এ সুবাদে নতুন কীর্তি গড়লেন তাইজুল। বাংলাদেশের হয়ে টেস্টে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট শিকারের নজির স্থাপন করলেন তিনি। ৩৩ উইকেট নিয়ে এতদিন এ রেকর্ড ছিল আরেক মায়াবি বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের দখলে। ২০০৩ সালে এ কৃতিত্ব দেখান তিনি।
এবার রফিককে ছাড়িয়ে গেলেন তাইজুল। প্রথম ইনিংসে ১ উইকেট নিয়ে তাকে ছুঁয়ে ফেলেছিলেন এ স্পিনার। এদিন ৬ উইকেট নেয়ার বদৌলতে দেশের ক্রিকেটের স্বপ্নসারথিকে ছাপিয়ে গেলেন তিনি। চলতি বছর তার উইকেটসংখ্যা ৩৯।
পাশাপাশি বৈশ্বিকভাবে ২০১৮ সালে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চারে উঠে এসেছেন তাইজুল। সাদা পোশাকে এ বছর এখন পর্যন্ত ৯ টেস্টে ৪৬ উইকেট নিয়ে সবার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ১২ ম্যাচে ৪৩ উইকেট নিয়ে দুইয়ে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। তিনে থাকা শ্রীলঙ্কার দিলরুয়ান পেরেরার শিকার ৯ ম্যাচে ৪১ উইকেট।